ধারাবাহিক গল্প

বঙ্গবন্ধু, একাত্তরের গল্প’ বইয়ের প্রচ্ছদ ও নামলিপি প্রতিযোগিতা

মুক্ত কথন ডেক্স

পারভেজ হুসেন তালুকদার ( ছড়াকার ও কবি ), বিশেষ প্রতিবেদক:-

স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ‘ভাবনার খোরাক’ শ্লোগানকে ধারণ করে ‘নয়েস পাবলিকেশন’ ১৪ই ডিসেম্বর ২০২১ইং প্রকাশ করবে শিশুসাহিত্যিক মোহাম্মদ অংকন সম্পাদিত মুক্তিযুদ্ধভিত্তিক শিশু-কিশোর গল্প সংকলন ‘বঙ্গবন্ধু ও একাত্তরের গল্প’। উক্ত বইয়ের প্রচ্ছদ ও নামলিপির জন্য প্রচ্ছদশিল্পী ও নামলিপিকারদের নিকট মানসম্মত প্রচ্ছদ ও নামলিপি আহ্বান শুরু হয়েছে।

শিশুসাহিত্যিক মোহাম্মদ অংকন জানান, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অন্যতম অনুষঙ্গ। বাঙালির স্বাধীনতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য। তাঁর প্রতি আমাদের আজন্ম ঋণ। দেশব্যাপী মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রকাশনা চলছে। ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ গ্রন্থমালা’র অংশ হিসেবে লেখক-দায়বদ্ধতা থেকে আমি ‘বঙ্গবন্ধু ও একাত্তরের গল্প’ বইটি সম্পাদনার উদ্যোগ গ্রহণ করেছি। সেই বইয়ের প্রচ্ছদ ও নামলিপি’র ডিজাইন আহ্বান করে আমরা একটি প্রতিযোগিতা শুরু করেছি যাতে প্রতিভাবান যেকেউ অংশগ্রহণ করে পুরস্কার জিততে পারেন।’

গল্প সংকলনটির প্রকাশনা ও প্রতিযোগিতার বিষয়ে এই প্রতিবেদকের ‘নয়েস পাবলিকেশন’র প্রকাশক সুখমন সুলতানের সাথে কথা হয়। তিনি জানান, ‘‘বঙ্গবন্ধু ও একাত্তরের গল্প’ সংকলনটি বেশ আনুষ্ঠানিকভাবে প্রকাশনায় যাচ্ছে। তাই আনুষ্ঠানিকভাবে সেরা প্রচ্ছদ ও নামলিপি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগ্রহীদের উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ করছি। আশা করছি, সবার পারস্পারিক সহযোগিতায় ভালো একটি বই পাঠকের হাতে তুলে দিতে পারব।’

প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত :

(ক)

১. প্রচ্ছদটি হতে হবে বঙ্গবন্ধুর স্কেচ/ছবি সম্বলিত।

২. শিশু-কিশোর উপযোগী ও রঙিন।

৩. বিষয়বস্তু ঠিক রেখে নান্দনিকতায় শিল্পীর স্বাধীনতা রয়েছে।

৪. PNG/jpg ফরম্যাটে প্রচ্ছদ ইমেইল করে পাঠাতে হবে।

৫. একজনকে বিজয়ী নির্বাচিত করা হবে।

৬. একাধিক প্রচ্ছদ উপযুক্ত হলে ফেসবুকে পাঠকমত নেওয়া হবে।

পুরস্কার : নগদ ৩০০০ টাকা, ২০০০ টাকা সমমূল্যের বই ও সার্টিফিকেট।

(খ)

১. নামলিপি হবে- ‘বঙ্গবন্ধু ও একাত্তরের গল্প’

২. আর্কষণীয় ও চমকপ্রদ হতে হবে।

৩. PNG ফরম্যাটে নামলিপি ইমেইল করে পাঠাতে হবে।

৪. একজনকে বিজয়ী নির্বাচিত করা হবে।

পুরস্কার : নগদ ১০০০ টাকা, ১০০০ টাকা সমমূল্যের বই ও সার্টিফিকেট।

প্রতিযোগিদের প্রচ্ছদ ও নামলিপি ই-মেইল করতে হবে info@noisepublication.com এই ঠিকানায়। বিজয়ী নির্ধারিত হলে শুধুমাত্র উক্ত দুজনের নিকট প্রচ্ছদ ও নামলিপির ai/eps ফাইল নেওয়া হবে। প্রতিযোগিতার শেষ তারিখ ৫ নভেম্বর ২০২১ ইং। এবং ফলাফল ঘোষণা করা হবে ৭ নভেম্বর ২০২১ ইং তারিখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button