খোলা মতামত

জাহান্নামের আগুনে বসে হাসতে চাই,তাসলিমা নাসরিন

আমি কবরের আযাব চাই। জাহান্নামের আগুনে বসে হাসতে চাই পুষ্পের হাসি, সে আগুনে অনন্তকাল জ্বলতে চাই, ঝলসে যেতে চাই, পুড়তে চাই। আমি যা খুশি বলতে চাই তোদের রূপকথা নিয়ে। এতে তোদের অসুবিধে কেন হয়?

তোরা বেহেস্তে যা না, কে বাধা দিচ্ছে? বেহেস্তে গিয়ে যত স্ফূর্তি আছে কর। আমরা যারা ইহকালে বিশ্বাস করি, পরকালে করি না, তাদের শান্তিতে থাকতে দে। তোরা পরকাল নিয়ে সুখে থাক। তবে অনুগ্রহ করে ইহুদি নাসারাদের বানানো ফোন কম্পিউটার ক্যামেরা এসি টেলিভিশন ইত্যাদি, মোদ্দা কথা ওদের টেকনোলজি নিয়ে মাতামাতি বন্ধ কর।

যাদের ঘৃণা করিস, কুপিয়ে যাদের মুণ্ডু আলাদা করিস ধড় থেকে, তাদের ছাড়া তোদের এক মুহূর্তও চলে না কেন? লজ্জা হয় না? জানি তোদের লজ্জা নেই। বর্বরদের লজ্জা বলতে কিছু থাকে না। তোরা লিঙ্গপালগুলো একবিংশ শতাব্দির লজ্জা। তোরা লিঙ্গপালগুলো একেকটা দূরদৃষ্টিহীন সরকারি হেফাজতে দৈত্যের মতো বাড়ছিস।

যেদিন নিজেদের ঘৃণা করতে শিখবি, সেদিনই মানুষ হবি।

প্রিয় বন্ধুরা তোমরাও লিখতে পারো মুক্ত কথন এর পাতায়। তাহলে দেরি কেন, পাঠিয়ে দাও তোমাদের গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী ও জীবন কাহিনি এই ঠিকানায়। moktokton@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button