কবিতার ঝুড়িছড়া

১৬ ই ডিসেম্বর : শরিফ উদ্দিন

সেই পরাধীন নতশিরে বাংলা থেকে বিদায় নিলো
১৬ই ডিসেম্বর
পেয়েছি আমরা রক্তাক্ত মাতৃভূমির স্বাধীনতা
নয়টি মাসের যুদ্ধ শেষে,
যাদের রক্তের বিনিময়ে পেয়েছি স্বাধীন সার্বভৌম
তাদের প্রতি রইলো হাজারো ছালাম।
স্বাধীন চেতনার মহান নায়েককে আজ
স্মরণ করছি বিনম্র শ্রদ্ধার সাথে
বাংলার বীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
যার নেই কোন তুল না
একুশে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ,
১৬ই ডিসেম্বর স্মরণ করিয়ে দেয়
এই চেতনার মহান নায়েক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান এর স্বাধীনতার স্মৃতিকে।
সেই পরাধীন কেড়ে নিয়ে শত মা’য়ের সন্তান
রক্তাক্ত করে বাংলার ভূমি
চেয়ে ছিলো করতে জনশূন্য, দুর্ভাগ্য
পাকবাহিনীর ১৬ ই ডিসেম্বর
হার মানতে হলো বাংলার কৃষক, শ্রমিক,
আবাল, বৃদ্ধের, কাছে।
বঙ্গবন্ধুর একটি ডাকে
পাক পরিলো হাঁকে।
ঘুমহীনা নয়টি মাস আম জনতা রণাঙ্গনে
স্বাধীনতার চেতনায়,
পরাধীনতার শিকল ভেঙে
হাতে নিলো লাল সবুজের পতাকা।
ভাই এর লাশটা কাঁধে নিয়ে বাংলা স্বাধীন
করেই দামাল ফিরে এলো ঘরে।
১৬ ই ডিসেম্বর ইতিহাসের পাতায় লিপিবদ্ধ
রইবে এই বাংলার বুকে,
সৃষ্টি কূল যতদিন রইবে ততদিন একাত্তরের
এই রক্তাক্ত স্মৃতি উত্তলিত হবে।
মাতৃভূমি আমার মায়ের, শ্লোগানে সারা বাংলায়
ওঠায় সবে স্বাধীনতার পতাকা।
তোমরাও লিখতে পারো
তোমরাও লিখতে পারো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button