ছড়া

মুজিব : হাফিজুল ইসলাম লস্কর

 

মুজিব মানে-
রক্তিম আলো,
স্বাধীন পতাকা।

মুজিব মানে-
অখন্ড দেশ,
সমৃদ্ধ বাংলা।

মুজিব মানে-
নীল আকাশে,
শান্তির পায়রা।

মুজিব মানে-
বঞ্চিত মানুষের,
অধিকারের সওগাত।

মুজিব মানে-
পরাধীনতার শিকল,
ভাঙ্গার গান।

মুজিব মানে-
বিপ্লবী ঘোষনা,
সাম্যের পয়গাম।

মুজিব মানে-
বাংলার বন্ধু,
শেখ মুজিবুর রহমান।

মুজিব মানে-
সোনার বাংলা,
জগতে দীপ্তমান।

গোলাপগঞ্জ, সিলেট।

 

তোমরাও লিখতে পারো
তোমরাও লিখতে পারো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button