সম্পাদকীয়সাহিত্য সংবাদ

মোহাম্মদ অংকন-এর উপন্যাস ‘মায়ামতি’র প্রি অর্ডার চলছে

তানজিদ শুভ্র

লেখালেখির মাধ্যমে এ প্রজন্মের কাছে এখন পরিচিত মুখ তরুণ লেখক মোহাম্মদ অংকন। দেশের জাতীয় দৈনিক পত্রিকা, ভারত, উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন বাংলা পত্রিকায় লিখেন তিনি। দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘তাম্রলিপি’ থেকে আসছে তার দ্বিতীয় উপন্যাস ‘মায়ামতি’।

‘মায়ামতি’র প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪০ টাকা। ইতোমধ্যে বিশেষ ছাড়ে রকমারি, প্রথমা, ই-বই বিতান, ওকেপিয়া ডট কম অনলাইন বুকশপে প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রকাশনীর নিজস্ব ওয়েবসাইটে প্রি-অর্ডার করলে থাকছে ২৫% ছাড়, ফ্রি ডেলিভারি, অটোগ্রাফ ও স্পেশাল চিরকুট। আর ই-বই বিতানে ২৫০ টাকায় প্রি-অর্ডারে দিচ্ছে লেখকের অটোগ্রাফসহ স্পেশাল চিরকুট।

উল্লেখ, মোহাম্মদ অংকন এক যুগের বেশি সময় ধরে লেখালেখি করছেন। এরমধ্যেই বই বের হয়েছে একডজন। শিশু-কিশোরদের জন্য লিখেছেন ‘দুষ্টুদেরও বুদ্ধি আছে’, ‘এক রাজ্যে দুই রাজা’, ‘বাঘ-সিংহের বন্ধুত্ব’, ‘ছোটোরাও দুষ্টু ভীষণ’, ‘দুষ্টু কিশোরদের কাণ্ড’, ‘দুষ্টু ছেলের দল’ ইত্যাদি বই। মোহাম্মদ অংকন শিশুসাহিত্যের পাশাপাশি মূলধারার সাহিত্যেও বেশ দক্ষ, আত্মপ্রত্যয়ী ও প্রতিশ্রুতিশীল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button