সম্পাদকীয়সাহিত্য সংবাদ
Trending

কবি জান্নাতুল ফেরদৌস ডলি’র কাব‍্যগ্রন্থ অবাক করা আজ

পাওয়া যাচ্ছে সুনামগঞ্জের বন্ধু লাইব্রেরিতে।

কবি ও সাহিত্যিক জান্নাতুল ফেরদৌস ডলি’র প্রথম কাব‍্যগ্রন্থ “অবাক করা আজ” অমর একুশে বইমেলা ২০২২ কে লক্ষ্য করে প্রকাশ হয়েছে ঢাকার নব সাহিত্য প্রকাশনী থেকে। প্রতিভাবান কবি’র নিপুণ হাতের রচনায় কাব‍‍্যগ্রন্থের প্রত‍্যেকটি কবিতা যেনো অনন্য।

অবাক করা আজ কাব‍্যগ্রন্থটি সুনামগঞ্জের বন্ধু লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। এর আগে জান্নাতুল ফেরদৌস ডলি’র অনেক মানসম্পন্ন কবিতা স্থান পেয়েছে বিভিন্ন যৌথ গ্রন্থে। কবি ও সাহিত্যিক জান্নাতুল ফেরদৌস ডলি ২০০১ খ্রিষ্টাব্দের ২ ফেব্রুয়ারি সুনামগঞ্জ পৌরসভার জলিলপুর গ্রামের এক সম্ভ্রন্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম মোঃ আব্দুল ওয়াদুদ ছিলেন কৃষি বিভাগের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং মাতা জেসমিন আক্তার একজন গৃহিণী। তিনি ২০১৩ সালে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, ২০১৬ সালে হাজী লাল মামুদ উচ্চ বিদ‍্যালয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও ২০১৯ সালে এসএসসি পাশ করেন ( বিজ্ঞান ) এবং সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ছোটবেলা থেকে লেখালেখির প্রতি গভীর অনুরাগ থাকায় কোভিড – ১৯ এর লকডাউনে প্রচুর লিখেছেন এবং এর ধারাবাহিকতায় পাঠক মহলে পরিচিতি অর্জন করেন। তিনি বেশ কয়েকটি সাহিত্য সম্মাননা পুরস্কারও পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button