ছড়া
Trending

হায় মুসকান – আমির বিন সুলতান

আমির বিন সুলতান

হায় মুসকান
আ মি র বিন সু ল তান

এই বুকে বিঁধেছে তোমার
তেজস্ক্রি প্রেমের তীর
হায় মুসকান হায় মুসকান
তুমি যে বীর মহা-বীর।
::
প্রেমের এই শোণিত দহন
ওঁরা দেখিতে কি পাই?
বাঙালি কি বলে না বলে
তাতে কি আসে যায়।
তোমারি জবানের কামান
আল্লাহ সবচেয়ে বড়ো
হয়েছিলো বুকে তোলপাড়
ইমানি চেতনায় জড়ো।
::
আমারিতো সেই বিধাতা
করিছে দিওয়া না হায়
হেথায় -সেথায় খুঁজিলাম
গো কোথাও মিলে নাই।
তোমারি বাক শুনিলো মহী
এ দয়া রহিম রহমার
তোমার তোলনায় গো তুমি
চাই আশেকি দিদার।
::
এ বসুন্ধরায় পাইবা নাপাই
অনুরাগে ভাসিবে নীড়
হায় মুসকান হায় মুসকান
তুমি যে বীর মহা-বীর।

————
রচনাকাল: দশ/দুই/বাইশ
বাদে ফজর,মাস্কাট ওমান
Hi #Muskankhan #amirbinsultan

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button