বিজ্ঞানভিন্ন কথন

উপড়ে গেছে নিউটনের সেই আপেল গাছ

নিউটনের আপেলের গল্প টি কার অজানা?  ছোটো বড়ো, কবি, দার্শনিক, বৈজ্ঞানিক সবার কাছেই একটি দারুণ মজার গল্প। আপেলটি মাটিতে পড়লো কেন- যে গাছ থেকে আপেল মাটিতে পড়েছিল আর তা থেকে মহাকর্ষের সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন।

আরো পড়তে পারো এমন অতিশিগ্রিই পৃথিবী মঙ্গলগ্রহে রুপান্তরিত হবে, বোরিস্কা             

নিউটনের সেই গাছ থেকে ক্লোন করা একটা গাছ লাগানো হয়েছিল ১৯৫৪ সালে বোটানিক গার্ডেনের ব্রুকসাইডের প্রবেশপথে। ৬৮বৎসর ধরে দাড়িয়ে ছিল একই স্থানে। নিউটন আপেল ট্রি হিসেবে। ঝড়ের কবলে পড়ে গাছটি উপড়ে পড়েছে বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমকে কর্তৃপক্ষ। এছাড়াও কর্তৃপক্ষ আরো জানিয়েছেন তাদের কাছে গাছটির একটি ক্লোন আছে। নিউটনের স্মরনে অতিশীঘ্রই রোপণ করা হবে বাগানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button