ইতিহাসে রচিতধর্মের জ্ঞানরাসুলের সাহাবী

যেসব সাহাবী কবি ছিলেন

সাহাবী তারাই নবীজি (সা:) এর কাছে এসে যারা ইসলামের ছায়াতলে এসেছিল। সাহাবিদের ব্যাপারে প্রভু নিজে বলেছেন তারাও আমার প্রতি খুশী আমিও তাদের প্রতি খুশী। এছাড়াও কয়েকজন সাহাবী পৃথিবীতে থাকাকালীন সময় জান্নাতের সুসংবাদ পেয়েছিল। সাহাবীদের নিয়ে রয়েছে অনেক গল্প।

  • মুক্তকথন থেকে আরো পড়ো

  1. আল কোরআন মুখস্ত করার সহজ নিয়ম

  2. নামাজের সময় যেসব অঙ্গ অভিশাপ দেয়

  3. কোরআনের নামে দুইটি মিথ্যা বলি। 

তারা কি শুধু ঘোড়ার পিঠে চড়ে ইসলামের বিজয় অর্জন করেছে। তারা কি শুধু নবীজির পাশে ছিলেন। শুধু তাই তারা ছিলেন না। তারা সবাই অকুতোভয় বীর, সাহসী, সেনাপতি ছিল। তারা সবাই ছিল উত্তম চরিত্রের অধিকারী। বীর,  সেনাপতির পাশাপাশি অনেকের অনেক ধরনের প্রতিভা ছিল। কেউ ছিল ডাক্তার, ইন্জিনিয়ার, শিক্ষক।

 

তাদের মধ্যে আবার কেউ কবি ছিল। তারা সাহিত্য নিয়ে অনেক লিখেছেন। তাদের কবিতার ছিল অনেক খ্যাতি। তারা কবিতা আবৃত্তি করতো যুদ্ধের ময়দানে। কবিতা শুনিয়ে সেনাবাহিনী উৎসাহিৎ করতো। কবি সাহাবী নিয়ে ও সাহাবিদের কবিতা নিয়ে আমরা অনেক আলোচনা করবো পর্যায়েক্রমে। আজকে শুধু তাদের নাম ঘোষণা করবো।

 

  • আওস ইবনে আস সামিত (রাঃ)

  • আদি ইবনে হাতিম (রাঃ)

  • আদিয়ি ইবনে রাবি (রাঃ)

  • আবদুল্লাহ ইবনে রাওয়াহা (রাঃ)

  • আবু সুফিয়ান ইবনুল হারিস (রাঃ)

  • কা’ব ইবনে যুহাইর (রাঃ)

  • আল খানসা (রাঃ)

  • তুফাইল ইবনে আমর আদ-দাওসি (রাঃ)

  • সাফিয়াহ বিনতে আবদুল মুত্তালিব (রাঃ)

  • হাসসান ইবনে সাবিত (রাঃ)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button