বিজ্ঞানভিন্ন কথন

মায়ের মৃত্যুর ১০৭ দিন পড়ে সন্তান জন্ম

হেডলাইন দেখে হয়তো বিশ্বাস হচ্ছে না আমরা কি বলছি। এটাও কি সম্ভব?  আমরা বলবো হা! এটা প্রভুর নিলাখেলা বলতে পারো। এমন আশ্চর্যজনক ঘটনা ঘটেছে লিবাসনের জোসের একটি  হাসপাতালে। শিশুটির নাম রাখা হয়েছে লরেস্কোর। শিশুটির মা সান্দ্রা ১৭ সপ্তাহের গর্ভবতী অবস্থায় প্রচন্ড ব্যাথা নিয়ে হসপিটালে আসে। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। কিন্তু কয়েক ঘন্টা পড়ে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।


মুক্তকথন থেকে আরো পড়ো।

 

কিন্তু মৃত্যুর পড়ে সান্দ্রা কে জীবন্ত  ইনকিউবেটে তার দেহ  রাখা হয়। আর গর্ভের মাধ্যেই লালন পালন করছেন প্রযুক্তির মাধ্যমে। তার শ্বাস-প্রশ্বাস রাখা এবং প্রয়োজনীয় হরমোন সরবরাহ করার জন্য টিউবের সাথে সংযুক্ত করা হয়েছিল। হসপিটালের কর্মীরা জানান মাঝেমধ্যে পেট মালিশ করে সন্তানের অবস্থা জানতাম। লরোস্কের জন্মের পড়ের দিন তার মাকে সামাধি করা হয়েছে। মায়ের মৃত্যুর ১০৭ দিন পড়ে লরোস্কের জন্ম। ডাঃ সুজানা আলফনসো, (40) শিশুটিকে প্রসব করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button