ছড়া

আমি তোমায় ভালোবাসি 

 রুদ্র মুহম্মদ জাহিদুল

তোমার মুখে একটি কথা শুনবো বলে……
অপেক্ষায় আছি আজ এই বসন্তে
কোকিল ডাকে, ফুল ফোটে
মিষ্টি রোদের পরশ ওঠে
ওরা আমায় কানে কানে বলে…..
তোমার প্রেয়সী তোমায় প্রেমের বাণী শুনাবে জানো ?
আমি অপেক্ষায় থাকি
কখন বলবে ক’দিন আছে বাকী !
বিকেলে গোধূলির আলোয়ে
বসে বসে তোমায় কল্পনায় আঁকি
কৃষ্ণচূড়ার ফাঁকে ডেকে ওঠে পাখি
মিষ্টি সুরে কলকলিয়ে বলে…..
তোমার প্রিয়জন তোমায় প্রেমের গল্প শুনাবে জানো ?
আমি নির্জনে চাতক হয়ে থাকি
ঋতু বদলের তালে তালে ছন্দ পতনে
তোমার স্পর্শ খুঁজি
ঐ হাতে হাত রেখে, বিনি সুতায় মালা গেঁথে
অনন্তকাল জুড়ে মিশে থাকতে চাই কুঞ্জবনে
বর্ষার আগমনে যখন আকাশ সাত রংয়ে সাজে
তখন নীল রংটি আমায় ডেকে ডেকে বলে…..
তোমার প্রিয়তমা তোমায় প্রেমের গল্প শোনাবে জানো?
তখন আমি!
অপেক্ষায় থাকি
কখন আমার প্রেয়সী, আমায় বলবে ডাকি….
আমি তোমায় ভালোবাসি !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button