ছড়া

আয় রে খোকা-খুকি

মোঃ আরমান হিমেল 

আয় রে খোকা আয় রে খুকি,
ফুল কুড়াতে চল।
ফুলের বাগে খেলা করে,
প্রজাপতির দল।
আয় রে খোকা আয় রে খুকি,
পাঠশালাতে আয়।
অ আ ক খ শিখবো মোরা,
কলম আর খাতায়।
আয় রে খোকা আয় রে খুকি,
ঘুরতে যাবি আয়।
ফুল পরিদের মেলা বসে,
হিজলতলির গাঁয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button