সম্পাদকীয়
Trending

গল্পকার মিনহাজ ফয়সলের জন্মদিন আজ

সাহিত্য সংবাদ

আজকের এই দিনে জন্মেছিলেন মিনহাজ ফয়সল। তিনি লিখেন ছড়া-কবিতা, গল্প। এ পর্যন্ত প্রকাশিত বই ১০টি। গল্পের বইগুলো হলো মশাদের মিটিং, বুলেট বুকে গোলাপপাখি, এই শহরের সুখ, ম্যাজিক স্যার, যতিহীন ভালোবাসা, মানুষ হাসতে জানে। ছড়ার বই চাঁদের বুড়ি, রোদের ডানায় ফড়িং নাচে, পাখি সব পাখা চায়, আপনি তুমি তুই। কবিতার বই শব্দ দিয়ে আঁকা আবেগ। পেয়েছেন কেমুসাস তরুণ সাহিত্য পদক, কাব্যকথা জাতীয় সাহিত্য পদক, ঢালপত্র পদক, আলোর অন্বেষা তরুণ সাহিত্য পুরস্কার। সম্পাদনা করেন সাহিত্যের ছোটকাগজ পিঁপড়া। জন্ম ৬ এপ্রিল, সুনামগঞ্জে। পড়াশোনা সম্পন্ন করেছেন মাস্টার্স। বাবা অ্যাডভোকেট আব্দুর রউফ। মা রোকেয়া বেগম।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button