ছড়া
Trending

মা’গো তুমি

মা'গো তুমি || সাহিমা সুলতানা জেরিন

লেখক পরিচিত : কবি সাহিমা সুলতানা জেরিন ২০০৫ সালের ১ জানুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ঐতিহ্যবাহী ধল গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোহাম্মদ আব্দুল আউয়াল ও মাতা মোছাঃ ছমরুণ নেছা। লেখাপড়ায় ২০১৭ সালে ধল সরকারি প্রাথমিক বিদ‍্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পাস করেন এবং বতর্মান ধল পাবলিক উচ্চ বিদ‍্যালয়ে দশম শ্রেণিতে অধ‍্যয়নরত রয়েছেন।

মা’গো তুমি
সাহিমা সুলতানা জেরিন

আমার মায়ের হাসির মাঝে
জ্বলে প্রদীপ আলো
অন্ধকারে সুখ দেখি তাই
গুছে মনের কালো ।

মা যে আমার চোখের মণি
সব দেখি তার চোখে
মা-ই আমার তাঁরার ঝলক
আকাশ ভরা বুকে ।

মায়ের চোখে ঝরলে বারি
মরি আমি শোকে
দুঃখ ঢলে ভাঙে সবি
যা ছিলো সুখ বুকে ।

মা-গো তুমি ভালবাসার
সিন্ধু সমান ঢেউ
তোমার সমান এই ভুবনে
নেই-তো আপন কেউ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button