ছড়া

ঈদ এসেছে বলে

আল জাবির আহমেদ

ঈদ এসেছে বলে
আল জাবির আহমেদ

আজ মিলনের দিন এসেছে
বলছে পাখি বনে
আজকে খুশির ফুল ফুটেছে
খোকা খুকির মনে ।

প্রভাত ক্ষণে ছুটছে সবাই
ঈদগাহের ওই পানে
আনন্দ সুখ ভাগাভাগি
উল্লাসিত গানে ।

পশু জবাই করছে দ্যাখো
সাধ্য আছে যার
কামন শুধু পাইবে খুঁজে
আল্লাহর দিদার ।

ধনি গরীব , ছোট বড়
সব ভেদাভেদ ভুলে
একের মুখে অন্যে দেখো
অন্ন দিছে তুলে ।

আমরা মিশি আনন্দ ঢেউ
করছি আদান প্রদান
ঈদের ক্ষণে নতুন জামা
করছি পরিধান

ছুটছে পথে দল রমনী
উথাল হাঁসির ছলে
ঈদের হাওয়া লাগলো বুঝি
ওই রমনীর দলে ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button