ছড়া

ভাল লাগে এই দেশ

ভাল লাগে এই দেশ
রিয়াজ মাহমুদ রাতুল

ভাল লাগে এই দেশ ধুলোবালি-মাটি,
কি দারুণ চারিপাশ আহা পরিপাটি!
ভাল লাগে খাল-বিল, আঁকাবাঁকা নদী
খুব ভাল লাগতো পাখি হতাম যদি!

ভাল লাগে সবুজের সমারোহ বেশ,
নীলাকাশ, মাঠ-ঘাট, ঋতু, পরিবেশ!
ভাল লাগে রাখালের মনকাড়া বাঁশি
ঘামভেজা খালি গায়ে ঘরফেরা চাষি।

ভাল লাগে লোকগাথা, প্রবচন, গীত
কাশফুল, বসন্ত, গ্রীষ্ম ও শীত!
ভাল লাগে বাঁশঝাড়, ডাহুকের ডাক
সুদূরের ভেসে আসা শিয়ালের হাঁক।

ভাল লাগে কুয়াশা, পিঠাপুলি, ধান
জারি-সারি, ভাওয়াইয়া, ভাটিয়ালি গান।
ভাল লাগে শাপলা, চামেলি ও জুঁই-
আম-জাম, কাঁঠাল ও দোয়েল, চড়ুই।

ভালবাসি জেলে, তাঁতী, কামার ও চাষি
মা, মাটি, বাংলাকে খুব ভালবাসি।
ভাল লাগে এই দেশ, মাটি, বায়ু সব-ই
তাই আমি কবিতায় এঁকেছি এ ছবি!

রিয়াজ মাহমুদ রাতুল
কসবা, ব্রাহ্মণবাড়িয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button