সাহিত্য সংবাদ

কবি সৌমিত্র দেব-বায়ান্নো পেরোলেন ২৭ জুলাই ২০২২

রেডটাইম’স বিডি থেকে,
প্রেম ও প্রত্যাশার কবি, জীবন ও রাজনীতির কবি, সাম্য ও সৌহার্দ্যের কবি সৌমিত্র দেব-বায়ান্নো পেরোলেন ২৭ জুলাই ২০২২।
কবিকে বয়সে মাপা যায় না, মাপা উচিতও নয়। মাপতে হয় তার কর্মে–দশক বিভাজনে তো নয়ই, সাহিত্যের আবার দশক কিসের? সাহিত্য চিরকালীন সত্যম, শিবম, সুন্দরম। আধুনিকতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত যদি আধুনিক হন, তবে রবীন্দ্রনাথ কী অনাধুনিক? জীবনানন্দীয় রহস্যের জালবিস্তারী পঞ্চপাণ্ডবকে কী অভিধায় অভিসিক্ত করবো আমরা?
আসলে দশক-বিভাজন, কিংবা বয়স-মাপন ব্যাপারটির মধ্যে কাব্যিকতা নয়, নিজস্ব গণ্ডিবদ্ধ পরিবেশ-প্রতিবেশসহ কাব্যিকভাবে বেঁচে থাকার প্রণোদনাই খুঁজে পাওয়া যায়। এর ভেতরে কাব্যচিন্তা কতটুকু আছে তা আমার জানা নাই, তবে বলয়বদ্ধ গূঢ়-চেতনাই প্রজ্জ্বলিত হয়।
মধুসূদন, রবীন্দ্রনাথ, নজরুল, পঞ্চপাণ্ডব, হাসান হাফিজুর রজমান,শামসুর রাহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, আবুল হাসান, রফিফ আজাদ, মোহাম্মদ রফিকসহ আজকের দিন পর্যন্ত যারা লিখছেন তারা আসলে কবিতাই লিখছেন, ভালো কবিতা লিখছেন। আমার মতো সাধারণ পাঠকের পক্ষে দশক-কালিক-মহাকালিক কবিতার বিচার সম্ভব নয়। বাংলাদেশের কবিতা, পশ্চিম বাংলার কবিতা তথা বাংলা ভাষায় লিখিত কবিতা সামান্য যা পড়েছি, দুইচোখের সামনে যা পেয়েছি, তার পরিপ্রেরক্ষিতে বলতে পারি সৌমিত্র দেব কবিতা লিখছেন, কবিতা এবং সাহিত্যকর্ম ছাড়া আর কিছুই করছেন না। নিরেট সাংবাদিকতা এবং সম্পাদনা ছাড়া।
কবিতা, প্রবন্ধ, সম্পাদনা মিলিয়ে সৌমিত্রের গ্রন্থসংখ্যা ৪০–এই চল্লিশটি গ্রন্থের প্রাণবীজ-বিশ্লেষণে একথা বলা যায় যে, সৌমিত্র আপাদমস্তক একজন কবি। ব্যক্তিচরিত্র বিশ্লেষণে এবং লেখনী-প্রতিভা নিরুপনে বলতে দ্বিধা নাই যে, সৌমিত্র জন্মেছেন কবিতার রসমালায় সিক্ত হয়ে, কাব্যরসসিক্ত করার জন্য আমাদের মতো পাঠককে এবং কবিতাদেবীকে।
কবি সৌমিত্র দেব-এর বায়ান্নোতম জন্মদিন পালন করতে পেরে FIITS FOUNDATION তার সাহিত্য-সংস্কৃতিন্তার দিগন্তকে সম্প্রসারিত করেছে বলেই আমার বিশ্বাস।
ফিটস ফাউন্ডেশনের এই আয়োজনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিটিআরসির চেয়ারম্যান, সিনিয়র সচিব, কবি শ্যামসুন্দর সিকদার। সভাপতিত্ব করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আনজীর লিটন। প্রধান বক্তার আসন অলঙ্কৃত করেন কবি সঞ্জীব পুরোহিত। বিশেষ অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য প্রদান করেন লেখক-সম্পাদক-অধ্যাপক কাজী নুসরাত সুলতানা, লেখক-রাজনীতিক, ড. মামুন আল মাহতাব, গবেষক-সম্পাদক-প্রকাশক মোস্তফা সেলিম, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি হাসিদা মুন, কবি আকমল হোসেন খোকন, কবি ড. অধ্যাপক অধীর সরকার, কবি-লেখক-সম্পাদক মুজতবা আহমেদ মুরশেদ, কবি আমিনুল ইসলাম, কথাসাহিত্যিক সাদত আল মাহমুদ, ড. আবু তাহের, কবি-লেখক-েম্পাদক নাহিদা আশরাফীসহ কবি-লেখক-সম্পাদকগণ।
কবি নাহিদা আসরাফী এবং কবি শাহনাজ পারভীনের সুললিত আবৃত্তি অনুষ্ঠানকে সুখকর করে তোলে। কবি শামীমা সুমি, কবি রিমি কবিতা,চিত্র পরিচালক ইরানী। কবি তাবিয়াসহ সৌমিত্র দেবের স্ত্রীলক্ষ্মী পলা দেব বক্তব্য, আপ্যায়নে মাতিয়ে রেখেছিলো সারাক্ষণ।
আলোক-প্রজ্জ্বলন, কেক-কাটন, চা-কফি-গল্প-আড্ডায় কেটেছে বেলা, আমি একেলা, নই আমরা কেউ–ভালোবাসা আর কবিতার এমনি ঢেউ।
সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনা ফিটস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সঞ্চালনায় সহযোগী ছিলেন সাদিয়া শারমিন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button