গুচ্ছ কবিতা

শুভজ্যোতি মন্ডল মানিক-এর দুটি কবিতা

ভাগ্য বিড়ম্বনা

অভিযোগ করবো না ভেঙ্গে যাক স্বপ্ন,
থেমে যাক হৃদয়ের কলরব।
ক্ষত মনে বেদনা, অনুভূতি শুণ্য,
হৃদ যেন ছেঁড়া সুতো অবয়ব।

ভরসায় খুঁজি যারে,
নিরাশার বালুচরে হতাশার আঁকা চিহ্ন।
নিস্তেজ অনুভূতি,
হৃদ কোনে কান্নায় ভিঁজে ওঠা জলছাপ।
স্রোতহীন জীবনে বয়ে চলি,
না পাওয়া প্রেমের কষাঘাত।

হৃদয়ের ক্রন্দন সুর তোলে প্রতিদিন,
জমে গেছে হৃদয়ে ক্ষত দাগ।
প্রিয়জন বিরহ, আজ আমি রিক্ত,
স্বপ্নরা মৃতপ্রায়,আঁখি তারা জলে ভিজে সিক্ত।
কন্ঠের জড়তা, নির্বাক চেয়ে থাকা,
বিড়ম্বিত ভাগ্যে ভর করে রাহুর দশা।

 

ভাবনার সীমানা

প্রথম দিনের দৃশ্যত তুমিতে,
বন্দী ভাবনার সীমানা।
ভাবনার আরশিতে ভেসে ওঠে জলছবি,
অনুভূতি খুঁজে নেয় প্রিয় মুখ ঠিকানা।

চশমার কালো ফ্রেমে বন্দিনী,
আমার প্রেমের শুভ সূচনা।
চঞ্চলা কন্যার মায়া পূরী বদন,
অঙ্গে জড়ানো গোলাপিয়া ভূষণ।

সাজনী বাঁশি যেন কথা-সুর লহরী,
কর্ণকুহরে বাজে আজো সেই ধ্বনি।
উদকের কথা যেন শেষ হয়ে হয়না,
মৃদু হাঁসি ভরা ঠোঁটে ফুঁটে ছিলো একরাশ প্রীতিলতা।

দর্শনে ভালোলাগা, গোঁপনে চেয়ে দেখা,
চমকিয়া খুঁজে পাই চঞ্চলা দুটি হিয়া।
হৃদয় ডায়েরিতে ভাঁজ খুলে নাম লেখা,
স্মৃতিলতায় জড়িয়ে প্রথম দেখার সেই প্রিয়তমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button