ছড়া

মোঃ উবাইদুল ইসলাম বহুরূপী’র কবিতা

একটা মানুষ হোক

চোখের নিচে কেনো কালো দাগ ?
আকাশ মুখে কেনো তারার মতন ব্রণ ?
চুলগুলো ধুলোবালিতে এত্তো এলোমেলো কেনো ?
এত্তো বেখেয়ালি কেনো চলাফেরা ?
এ-সব জবাবদিহি নেওয়ার একটা মানুষ হোক!

চোখ দ্বয় ঘুমহীন এত্তো লাল কেনো?
গোলাপি ঠোঁটে বিষ ঘ্রাণ কেনো ?
নীল আস্তরের বালিশ’টা এত্তো স্যাঁতস্যাঁতে কেনো ?
বোতাম ছিঁড়া কালো পাঞ্জাবি’টা কেনো বারবার পড়েন ?
এ-সব জবাবদিহি নেওয়ার একটা মানুষ হোক!

ডায়েরি জুড়ে এত্তো রক্ত ক্ষরণের কথা কেনো ?
বাঁ পাশে লোমের ভাঁজে ভাঁজে এত্তো দুঃখ কেনো ?
বসন্তেও কেনো এত্তো বিষাক্ত দীর্ঘশ্বাস ?
শহরে এত্তো মানুষ থাকতে কেনো একাকিত্বে ?
এ-সব জবাবদিহি নেওয়ার একটা মানুষ হোক!

একটা মানুষ হোক

মোঃউবাইদুল ইসলাম বহুরূপী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button