কবিতাকবিতার ঝুড়িগুচ্ছ কবিতা

তাহিয়া খাতুনের একটি কবিতা -নারী

 

নারী নয়তো আজব প্রাণী
নারী মায়ের জাতি ,
নারী হলো সব সন্তানের
মাথায় সুখের ছাতি ।

নারীকে কেন করো হেলা
নারী ঘরের বাতি ,
নারী হলো পুরুষ জাতির
দুঃখ সুখের সাথী ।

নারীর কোলে জন্ম নিলো
জ্ঞানী গুনী ধরায় ,
তবু কেনো নারীর বুকটা
পুড়ে কষ্টের খরায় ।

নারী জাতির সম্মান দিলো
আমার প্রিয় নবি ,
নারী নিয়ে লিখে গেলো
কত বিজ্ঞ কবি ।

Related Articles

Back to top button