কবিতা

মনির সরদারের কবিতা জলরঙ

জলরঙে আঁকা মনের ভিতর ছবি
কতো খুঁজেছি আমি তোমাকে হাওয়ার স্পর্শে।

ভেঙ্গে পড়ে মন রঙে ঝাপসার ফুল ধোঁয়া
তবুও তোমাকে এঁকেছি আমি জলতরঙ্গে।

ধূসর প্রেম ডাকে স্বদেশের ঘুম চিরন্তনে
তবে তোমাকে দেখার পর থেকেই ইচ্ছে করে সঙ্গে যেতে আমার।

জলরঙ আর জীবনবায়ু মিলে মিশে একাকার
তবুও তোমার মিষ্টিমুখের হাসি আমার আত্মার অস্তিত্বে এসে বাজে।

তোমাকে ভালোবেসেছি আমি জলরঙে প্রথম দেখাতেই
যদিও তুমি আমাকে ভালোবাসো না আমি জানি।

তবুও আমি শত শত বছর অপেক্ষা করবো তোমার জন্য
জলতরঙ্গে ছবি আঁকা মনের নীলিমায়।

ফিরে চাও ফিরে যাও
তাতে কি আসে যায়
অন্তরে অনুভূতি থাকলেই তুমি আসবে জলতরঙ্গের মনে।

জলরঙের স্মৃতি চারণ করবো আমি না হয়
তাতে কোনো বাঁধা নয় সংসার নয় জলজ্যান্ত আমার গহীন কোণে।

প্রেমের স্রোতে কতো পাল তুলে সাগরে ঢেউয়ে
তবুও সাগর বেঁচে রয় ভালোবাসার বন্ধন দৃঢ় বিশ্বাস নিয়ে।

জলরঙ আর জীবন একই বাঁধনের বায়ু
নিঃশ্বাস যখন নিয়েছি তোমার আমার জীবন তরঙ্গে।

এই নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত চলবে তোমার জলরঙ মেলা
মনের অলিতে-গলিতে দেখবো আমি তোমাকে।

একদিন তোমার সামনে দাড়িয়ে
হাতটি শক্ত করে ধরে বলবো
আই লাভ ইউ তবে উত্তর যাই আসুক মেনে নিবো।

আমি কখনো ভেঙ্গে পারবো না তুমি আমার না হলে
জলরঙে ছুঁয়ে যাবো আমি বহুদূর নিঃশ্বাস যতখন থাকবে।

কখনো সুখী কখনো দুঃখী এইতো জীবন বায়ু
কখনো প্রেমের তাপে দগ্ধ কখনো ভালোবাসায় মুগ্ধ!

Related Articles

Back to top button