ছড়া

অসাধুজন – কাছেন রাখাইন

হাঁটিয়া চলিয়াছে বাউল মন
দিবানিশি গাহিয়াছে মানবতার গান,
তবুও দেখিয়াছি বর্ণে – বিবর্ণের বিভাজন
রক্ত ভাসিয়া যায় অতি নিরীহ মানবজনে,
ফায়দা লুটিয়া অতি সাধু সাজিয়াছে অসাধুজন।

Related Articles

Back to top button