ছড়া

মদন খুড়ো – রতন বাসক এর ছড়া

 

পাড়ার লোকে খুড়ো ডাকে
নামটা হলো মদন,
তেল চকচকে টাকটা ভারি
নাদুস-নুদুস বদন।

রোজ সকালে কলপ করে
চুলটা রাখে কালো,
মুখটা দেখে যায় না বোঝা
মনটা কিন্তু ভালো।

পত্নীর বিয়োগ হবার পরে
একাই সময় কাটে,
কয় না কথা কারো সাথে
মনের দুঃখে হাঁটে।

নারী দেখলে ইচ্ছে জাগে
আবার বিয়ে করে,
ভাবে বউয়ের সঙ্গে সুখে
সময় কাটবে ঘরে।

কারে বলবে মনের কথা
যায় না ভয়ে কাছে,
এই বয়সে করলে বিয়ে
লোকে হাসে পাছে।

Related Articles

Back to top button