জীবন গল্পভিন্ন কথন

এক অর্ধ মানুষের ব্যবসায়ী হয়ে ওঠার গল্প

জীবনের আর এক নাম মনে হয় হতাশা। ছায়ার মতো আমাদের সাথেই লেগে থাকছে এই হতাশা। আমি পারবো না। আমার ধারা হবে না। আমি অনর্থক। আমার এটা নেই ওটা নেই। নানান বাহানা ইত্যাদি। কিন্তু পা’না থাকলেও যে হাটা যায়। অনেক কিছু না থাকলেও যে সব কিছু করা যায়। এমনই এক নজির করে দেখিয়েছেন পেং শুইলিন নামে চিনের এক অর্ধ দেহ ব্যাবসাই। চিনে হুনান প্রদেশে একটি স্টোরে দেখা মেলে এক অর্ধেক দেহ ম্যানেজার। হুইল চেয়ারে বসে তোফু ভাজছেন। নিজের কাস্টমারের জন্য। তার দুই পা নেই। শরীরের রয়েছে অর্ধেক অংশ। ৭০ সেন্টিমিটার লম্বা মাত্র। পেং শুইলিন ১৯৯৫ সালে শেনজেনে একটি ভয়ানক মালবাহি ট্রাক দূর্ঘটনায় শরীরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

কিন্তু ভাগ্যের পরিহাসের কারনে বেঁচে যায় তবুও। দীর্ঘদিন চিকিৎসার ও সার্জারীর মাধ্যমে আবার হাটতেও শিখেছে কৃত্রিম পায়ের মাধ্যমে। পেং শুইলিন অর্ধ দহ নিয়েও থেমে থেকেনি। ২০০৭ সালে স্থানীয় সরকারের সহায়তায় একটি দোকান খুলেছেন। বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে তার তোফু  স্থানীয়দের মধ্যে। এছাড়াও বানিজ্যিক ভাবে জেলায় জেলায় স্টোর খুলে প্রতিবন্ধী নিয়োগ দেওয়ার ইচ্ছেও রয়েছে তার।

 

Related Articles

Back to top button