কবিতাকবিতার ঝুড়ি

মানবতার সেবক ফাহাদ : রাইবাতুল তানজুম রিমি

তুমি জাগ্রত এক নব তরুন
উদ্দীপ্ত তোমার আশার আলো,
তুমি সমাজের অসহায় দরিদ্র
অবহেলিতদের এক অন্তীম চাওয়া
সবাই বাসে তোমায় অনেক ভালো!

আসিয়াছ যবে এ ধরার বুকে
স্বপ্ন গেঁথেছ বুকে,
তুমি সাজিয়েছ নবরূপে
তোমার পরশে আলোকিত ধরা
গনঅরন্যে হাসে সুখে।

তুমি মানব রুপে এক ফেরেশতা
আমাদের এই আধুনিক যুগে!
তুমি মানব নও মহামানব
কিছু মানুষের একমাত্র অবলম্বন!

যার জীবনে তুমি ছিলে যখন
ধন্য হয়েছে সে তখন!
এগিয়ে চল দুর্বার প্রতিরোধে
তুমি সাহসী এক বীর,
তবেই হবে আলোকিত কর তুমি
পথশিশু মুক্ত বাংলার অঙ্গন!

তোমার উন্নতমমশীর আর পবিত্রতা
করেছে আমার মত অনেকের
জীবনের চরম সুখের ফয়সালা!
গর্বিত মোরা তোমার সঙ্গ পেয়ে
থাকিও পাশে সর্বদা সুখে দুঃখে
আমাদের পাশে -যেমনি থাক
গরিব অসহায়দের সাথে!

Related Articles

Back to top button