কবিতা
Trending

হোসাইন সজীব এর বুদ্ধিজীবীদের আত্মত্যাগ

বুদ্ধিজীবীদের আত্মত্যাগ

বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা
হোসাইন সজীব

বাংলাদেশের স্বপ্ন নাশের
ছক বানাইলো পাকসেনা,
পঁচিশ মার্চে রাতের সার্চে
নগ্ন মুখোশ হয় চেনা।

মানুষ ধইরা জুলুম কইরা
হত্যা করলো নির্দয়ে,
বুঝলোনা হায় কোন্ পথে ধায়
আপন বিপদ নির্ণয়ে।

ছাব্বিশে মার্চ শুরু হয় সার্চ
পাকবাহিনীর উৎখাতে,
বীর বাঙালির বিক্ষোভী তির
আঘাত হানলো দিন-রাতে।

ডিসেম্বরের চোদ্দ ঝড়ের
নির্মমতায় জ্ঞানীগণ,
বীরের চরণ করেন বরণ
বাংলা হারায় সেরা ধন।

ডিসেম্বরের ষোলোয় মোদের
লাল-সবুজের পতাকায়,
বুদ্ধিজীবির উন্নতশির
শ্রদ্ধার সনে দেখা যায়।

নয়টি মাসের নাভিশ্বাসের
রক্তক্ষয়ী যুদ্ধতে,
লক্ষ প্রাণের আত্মদানের
বিজয় বীরের ক্রুদ্ধতে।

বুদ্ধিজীবীর আত্মাহুতির
বীরত্বে সার সম্মানে,
কৃতজ্ঞতায় শ্রদ্ধা জানায়
স্বাধীন দেশের সব প্রাণে।

Related Articles

Back to top button