কবিতা
Trending

তাজুল ইসলাম নাহীদ এর-কোথায় গেলো শিশুবেলা

কোথায় গেল শিশুবেলা
তাজুল ইসলাম নাহীদ

কোথায় গেল হারিয়ে আজ
মোদের শিশুবেলা,
করতাম যে হায় সবাই মিলে
নানান জাতের খেলা।

কখনও বা শাপলা বিলে
ছুটতাম দলে দলে,
কখনও বা সাঁতার কাটতাম
বর্ষাকালের জলে।

ঝড়ের রাতে আম কুড়ানোর
দৃশ্য আজো ভাসে,
লাইট হাতে যেতাম যে ঐ
আম পাবো সেই আশে।

কানামাছি দাড়িয়েবান্ধা
খেলছি আমরা কত,
বলতে গেলে এক এক করে
লেখা যাবে শত।

কতই ছিলো মধুর জীবন
ছোট্ট ছিলাম যবে,
ইচ্ছেমত ঘুরতে পারতাম
মন খুশিতে সবে।

 

Related Articles

Back to top button