কবি পরিচিতিজীবন গল্প

ছড়া কবিতার পাশাপাশি ছোটদের জন্য গল্প লিখি – রাজীব হাসান

লিখেছেন মো: হাসান

রাজীব হাসান দেশের জনপ্রিয় একজন ছড়াকার ও কবি । তিনি দেশের একাধিক জাতীয় পত্রিকায় লেখালেখি করেন নিয়মিত ভাবে। পাশাপাশি অন্য বিদেশি পত্রিকায়ও তার লেখা প্রকাশিত হয়। ২০২০সালে হুট করেই পা রাখেন সাহিত্যের অধ্যায়। ভিন্ন এক গল্প দিয়ে শুরু তার  প্রথম কদম।

কোমল হাতে আঁকে খুকি
বাংলাদেশের ছবি
সবুজ শ্যামল গাছ-গাছালি
সাথে ভোরের রবি।
গোয়াল ভরা গরু-ছাগল
আঁকে গাছের সারি
রং তুলিতে খুকির আঁকা
দেখতে লাগে ভারি।
শাপলা আঁকে নদীর জলে
ডাঙায় আঁকে বাড়ি
হরিণ আঁকে ঘাসের উপর
বাঘ পেছনে তার-ই।

কিছুদিনের জন্য জবের জন্য এক জায়গায় যাওয়া হয় তার। কিন্তু সারাদিন একা একা কাটাতে হতো সময়গুলো। কি করার তখনই বই খাতা নিয়ে ঘাটাঘাটি করা হত সময়গুলো কাটানোর জন্য । এক পর্যায়ে লিখতে লিখতে কবিতা লেখার অনুভূতি চলে আসে তার। আর সে অনুভূতি এখনো রয়ে গেছে। তিনিও কবি হয়ে উঠেছেন সেদিন থেকে।  প্রথমে  ফেসবুকে কবি ও কবিতার আসর নামে একটা গ্রুপে নিয়মিত লেখা শুরু হয়। আর গ্রুপে ভালো কবিতা গুলো বাছাই করে আবৃত্তি করা হতো। ভারতের আবৃত্তি শিল্পীদের দ্বারা। কিছুদিনের মধ্যে তারও একটি কবিতা  বাছাই হয় আবৃত্তি জন্য। লেখাটি আবৃত্তি করেছিলেন কলকাতার আবৃত্তি শিল্পী শ্রাবন্তী চক্রবর্তী দিদি।

একটা পাখি ফজর হলে
ডাকে ঘরে কোণে
কখন আমি উঠবো জেগে
সে সময়টা গোনে।

কানে কানে ফিসফিস করে
বলে আমায় ডেকে
উঠবে নাকি ভোর হয়ে যায়
মুযাজ্জিন যায় হেকে।

পাখির ডাকে জেগেই দেখি
আজানের সুর ভাসে
আজানের সুর এই ধরাতে
রহমত নিয়ে আসে।

যে পাখিটা রোজ ভোরেতে
আমি জাগার আশায়
কানের কাছে যায় ডেকে যায়
মুক্ত পৃথিবীর খাঁচায়।

সেখান থেকে অনুপ্রাণিত হয়ে নিয়মিত গ্রুপে কবিতা লিখতে থাকে। লিখতে লিখতে তার  আজকের এই পর্যায়ে আশা। এখন দেশের বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখা হয়ে তার। রাজীব হাসান।  ১৯৯৮ সালে ১৫ ফেব্রুয়ারীতে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার আলমপুর ৩নং গ্রামে জন্মগ্রহন করেন। পিতা-মজিবার রহমান,মাতা- রাজিয়া বেগম। এক ভাই এক বোনের মধ্যে রাজিব হাসান সবার বড়।

ঝড় বাদলের দিন এসেছে
ঝড় বাদলের দিন
প্রবল বেগে আসলে বাতাস
উড়বে ঘরের টিন।

ঝড় বাদলের দিন এসেছে
ঝড় বাদলের দিন
ঝড়ের কথা শুনলে আমার
বুক করে চিনচিন।

ঝড় বাদলের দিন এসেছে
ঝড় বাদলের দিন
আকাশ ঢাকা কালো মেঘে
বইছে দুখের বীণ।

ঝড় বাদলের দিন এসেছে
ঝড় বাদলের দিন
ঝড়ের শেষে আকাশটা হয়
স্বপ্নের মত মলিন।

 

রাজিব হাসান আলমপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ২০০৮ সালে প্রাথমিক শেষ করে। ২০১৪ সালে আলমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ হয় । ২০১৬ সালে খন্দকার মোশাররফ হোসেন সরকারী কলেজ ( কে এম এইচ কলেজ, কোটচাঁদপুর ) থেকে উচ্চমাধ্যমিক ও ২০২০ সালে একই কলেজ থেকে বাংলায় অনার্স শেষ করেন। বর্তমানে ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারী মাইকেল মধুসূদন কলেজ ( এম এম কলেজ যশোর) বাংলায় মাস্টার্স শেষ বর্ষে অধ্যায়নরত রয়েছে। কবি লেখার  অনুপ্রেরণা আসে কবিও কবিতার আসরের স্বপ্নদ্রষ্টা কবি হাসান স্বজন এর হাত ধরে। কবি রাজিব হাসান শুধু কবিতা নয় ছোটদের জন্য ছড়া লিখতেও ভালো লাগে তার। যদিও প্রথম লেখা কবিতা দিয়ে শুরু হয়।ছড়া কবিতার পাশাপাশি ছোটদের জন্য গল্পও লেখা হয় তার মাঝে মাঝে ।

 

মামা মামা কেমন জামা
পড়লে গায়ে
হাটতে গেলে লম্বা জামা
বাঁধছে পায়ে।

কেমন জামা দিলে গায়ে
পকেট ফাঁকা
জামার বুকে রংতুলিতে
বাঘ যে আঁকা।

জামার পিঠে শিকারি এক
দানব আঁকা
ধরতে হরিণ দানব সিংহ
চলছে বাকা।

কেমন জামা কিনলে মামা
যেন পুরো বন
আজব জামা দেখে সবার
ভরে যায় মন।

Related Articles

Back to top button