কবিতা
Trending

অপেক্ষার প্রহর

মোহাম্মদ পারভেজ

অপেক্ষার শহর
মোহাম্মদ পারভেজ
(দুবাই প্রবাসী)

এমনি দিন যায় ,কতো বেদনায়
যাহে মোর প্রহর
যাহে রাত বিষে ,বুঝিবে সে কিসে
অপেক্ষার শহর ।

মোর কলরবে ,অতি গৌরবে
রাখি তারে রাখি
কল্পণা ভরে ,গহীনের ঘোরে
আঁখি ভিজে আঁখি।

নব ফুল ফুটে ,চাঁদ মামা ওঠে
ভরে নাহি মন
কি হে যেনো নাই ,কোথা পাই পাই
না পাওয়ার ধন ।

বিলাসীত প্রাণে ,বেদনার গানে
যায় থেমে রথ
অনিমেষ ভাবি , মন কোথা যাবি
নেই কোনো পথ ।

 

 

Related Articles

Back to top button