সম্পাদকীয়
Trending

চলছে মুক্তকথনের নিয়মিত আয়োজন লেখার আহ্বান

বিষয়: বিদ্যলেয়র স্মৃতি

প্রিয় লেখক/লেখিকা ,

আমাদের জীবনে  এমন কিছু মুহূর্ত চলে গেছে যা আমরা চাইলেও ফিরাতে পারবো না , কিন্তু  স্মৃতির মিনারে সেই অতীতটা বারবার পেছনে তাকাতে বাধ্য করে । গুনে গুনে স্মতির কয়েকটি  দৃশ্য যদি কল্পণা করি , তাহলে হয়তো আমরা  স্কুল জীবনের অংশটিকেই  লিষ্টের প্রথমে রাখবো । মুক্তকথন এ কথা মাথায় রেখে এবারের লেখার আহ্বানের বিষয় করেছে ‘বিদ্যালয়ের স্মৃতি’ । পাঠশালার স্মৃতি নিয়ে সর্বোচ্চ বিশ লাইনের মধ্যে আপনার সেরা ছড়া কবিতাটি আগামী ১২ ইং ফেব্রুয়ারি ২০২৩ ইং এর মধ্যে পাঠিয়ে দিন  মুক্তকথনের অফিসিয়াল ইমেইলে।আর হ্যা লেখা পাঠানোর আগে অবশ্যই দেখে নিন আপনার লেখাটি নির্দিষ্ট নিয়মের মধ্যে রয়েছে কি না ।

লেখা পাঠানোর নিয়ম ১. ছড়া , কবিতা । ২,সর্বোচ্চ বিশ লাইনের মধ্যে। ৩,লেখাটি নির্ধারিত বিষয়ের অন্তর্ভুক্ত হতে হবে। ৪, লেখার সাথে লেখকের নাম ঠিকানা ও এক কপি ফটো পাঠাতে হবে । ৫ নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে হবে । ৬ লেখার সাথে বিষয় উল্লেখ করতে হবে । ৭ লেখাটি অবশ্যাই নিজের হতে হবে এবং কোথায় প্রকাশ হয় নি এমন হতে হবে ।

আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানা –

✉️ muktokathan2@gmail.com

Related Articles

Back to top button