কবিতা
Trending

অনির্বাণ একুশ

আওলাদ হোসাইন সজীব

অনির্বাণ একুশ 
আওলাদ হোসাইন সজীব

একুশ হৃদের রক্ত ঝরায়
অশ্রু বন্যা বুকের ধরায়
শ্রদ্ধা জ্ঞাপন স্বরে,
একুশ মানেই স্মৃতির স্বরণ
শহীদ রক্তে বাংলা বরণ
স্বাধীন ভাষার তরে।

রাষ্ট্রের ভাষা বাংলা করতে
সালাম রফিক প্রাণের শর্তে
উঠলো মৃত্যু রথে,
জব্বার এলো বাংলা চাইতে
বরকত আসে বাংলা পাইতে
জীবন দিলেন পথে।

করলো রক্ষা ভাষা সম্মান
মা’র সম্মানে দিলেন’যে প্রাণ
যাচ্ছে রক্ত বয়ে,
একুশ স্বরণ বাংলা ভাষায়
মরণ বরণ ভাষার আশায়
রক্তে রঙিন হয়ে।

প্রাণের ভাষায় কাব্য রচন
লিখতে পারছি সভ্য ধরণ
বলছি মনের সুখে,
ঋণের স্মরণ নয় অকারণ
শহীদ ফেরির নেই তো বারণ
ভাই হারানোর দুখে।

Related Articles

Back to top button