কবিতা
Trending

আল জাবির আহমেদ এর – ফুল পরী

আল জাবির আহমেদ

ফুল পরী
আল জাবির আহমেদ

ফুল পরী তোর ধারে ধারে
অলির ছোটা ছোটি
একটু খেয়াল ধরিস ধরিস
করিস না ভুল ত্রুটি।

দুষ্ট ভ্রমর গান ধরিবে
বসতে তোমার গায়
চিন্তা তাহার মধু হরণ
ঘুরছে তাহার দায় ।

মৌয়ালও তার দিচ্ছে জোগান
অলির কাজে অতি
ভাঙবে পরে অলির আলয়
ছাড় নাহি এক রতি।

একটু খেয়াল ধরো ধরো
ওহে ফুলের পরী
সুবাস তোমার যায় না যেনো
দুষ্ট অলির বাড়ি।

Related Articles

Back to top button