কবিতা
Trending

হোসাইন সজীব এর -আট’ই ফাল্গুন শহীদ স্মরণ

আওলাদ হোসাইন সজীব

আট’ই ফাল্গুন শহীদ স্মরণ

আওলাদ হোসাইন সজীব

আট’ই ফাল্গুন জ্বলে আগুন
বীর বাঙালির প্রাণে,
ভাষা রক্ষায় এগিয়ে যায়
মরণ বরণ শানে।

পিছপা হননি বীর ধমনী
স্লোগানমুখর চলে,
ভাষা চেয়ে গুলি খেয়ে
মৃত্যুতে যায় ঢলে।

ভাষার মাসে কাব্য চাষে
শহীদ স্মরণ করি,
লেখার ক্ষণে শ্রদ্ধার সনে
হৃদ মাঝারে ধরি।

রক্ত দিয়ে জয় ছিনিয়ে
রক্ষা করলো ভাষা,
আপন জীবন দেয় বিসর্জন
প্রকাশ করতে আশা।

শহীদ স্মরণ করছে মনন
মুক্ত ভাষার ঋণে,
তাঁদের দানে কাব্য গানে
মাতছি রাত ও দিনে।

শহীদ স্মৃতি ভাষার প্রীতি
অষ্টেপৃষ্ঠে ধরে,
আট’ই ফাল্গুন শহীদদের গুণ
সবাই স্মরণ করে।

Related Articles

Back to top button