কবিতাকবিতার ঝুড়ি

বিষাক্ত নারীর দেওেয়া যন্ত্রণা

মোঃ তায়েফ

 

ডাইরির নবম পৃষ্ঠায় লেখা বিষাক্ত সেই নারীর নাম,

যে আমারে আটকেছে তার মিছে মায়ার ভেতরে।

যারে আমি চেয়েছি বার বার খোদার কাছে,

কিন্তু সে চায় নাই কোনদিন আমারে।

আজো আমি চেয়ে আছি পথের দিকে সেই বিষাক্ত নারীর কারণে,

চেয়ে থাকব পথ আমৃত্যু সেই বিষাক্ত নারীর জন‍্য।

সে আসবেনা জেনেও চেয়ে আছি পথের দিকে,

জানি সে কখনো হবে না আমার।

তারপরেও ভালোবাসি ভালোবাসব যাবো তারে

ভালো থাকুক সে অন‍্য কাউরে নিয়ে।

আমি তারে ভালোবাসি সে আমারে বাসে নাই।

সেই বিষাক্ত নারী শুধু আমারে দিয়ে গেছে যন্ত্রণা।

তার দেওেয়া সেই যন্ত্রণায় হয়েছি আমি নষ্ট,

তার দেওেয়া সেই যন্ত্রণা বয়ে যাবো আমি থাকব বেঁচে যতদিন।

Related Articles

Back to top button