কবিতাকবিতার ঝুড়িগুচ্ছ কবিতা

মাহে রমাদ্বানে প্রাপ্তি : আওলাদ হোসাইন সজীব

 

মুমিনের তরে প্রভু করেছেন দান,
পুণ্যময় ভাবনার মাহে রমাদ্বান।
স্বাগতম রমাদ্বান বলি সুখী মনে,
সাদরে বরণ করি পুণ্যতার সনে।

রমাদ্বানে কোরআন বেশী পাঠ হবে,
বিধাতার গুণগান সমস্বরে রবে।
কোমলতা বিরাজিত রবে সব মনে,
রহমতে রমাদ্বান পুণ্যতার সনে।

সিয়াম সাধন হবে সাদা মনে তব,
সালাত আর জিকিরে মাতোয়ারা ভব।
প্রভুর রাজি-খুশির শ্রেষ্ঠ চেষ্টা করে,
অফুরান বরকত চাই পৃথ্বী তরে।

কোরআন পাঠ আর নামাজ কায়েম,
প্রকাশে প্রভুর প্রতি হৃদয়ের প্রেম।
অশ্রুসজল নয়নে করে মোনাজাত,
রমাদ্বানে চাই সবে আখেরে নাজাত।

রহমত বরকত নাজাতের খুশি,
বিধাতার বান্দা প্রেম হৃদে রাখি পুষি।
যাকাত-ফিতরা দিয়ে উদ্বেলিত হৃদে,
উৎফুল্লতা পাবো সবে রমাদ্বান ঈদে।

Related Articles

Back to top button