কবিতা

মাহে রমজান : সৌরভ আহমেদ শ্রাবণ

পুণ্যতা নিয়ে মমিনের তরে এলো মাহে রমজান,
প্রভুর সানে বিশ্ব জাহান গাহে পাপ মুক্তির গান৷

সাচ্চা মুমিন হবে পূণ্যবান এই মাস পেয়ে যারা,
বিধাতার তরে সঁপে দিয়ে সাজাবেই নতুন ধরা।

মনের কালিমা মুছে দিয়ে পূন্যের তরে সাজিয়ে ,
মুমিন আত্মা প্রভুর নিকট দিবে আজ বিছিয়ে।

আমির-ফকির পাবে সম অধিকার প্রভুর কাছে,
প্রভুর হুকুম মানতে যে রই গো,আহার হতে বেঁচে।

প্রভুর ভয়ে মুক্তির তরে রোজাদার পাবে পুরস্কার,
আরশে ছায়া তলে করিবে পান হাউজে কাউসার।

মুমিনের তরে নাজাতের এ-যে এক পূর্ণতার মাস,
রহমতের দ্বার খুলবে তার থাকে ঈমানী নিঃশ্বাস।

Related Articles

Back to top button