কবিতা
Trending

নুর হাসানের – সাম্যের গান গাও

রমজানের পবিত্রতা রক্ষা

 

কর্জা কাঁধে তৃষ্ণা পেটে
নেইতো কাপড় গায়ে,
বাসভবনে নেই যে তাদের
নেই পাদুকা পায়ে।

তাদের দেখে আমরা হাসি,
থাকি বদন ঢেকে,
মানবিকতা হারিয়ে গেছে
মোদের মাঝে থেকে।

মানবতার কাজটা যদি
সবাই মিলে করি,
তাদের হবে বাসভবন আর
হবে খাদ্য কড়ি।

সাম্য গীতি নিজের হৃদে
একটু দিও স্থান,
ঝগড়া ছেড়ে সমান মেনে
গাও হে সবার গান।

চলো এবারে গরীব ধনী
এক সাথে হে চলি,
চলো সকলে বিভেদ ভুলে
সাম্যের কথা বলি।

Related Articles

Back to top button