কবিতা
Trending

মোহাম্মদ আবু জাফর এর -রমজানের মাস

রমজানের পবিত্রতা রক্ষা করুন

রমজানের মাস

মোহাম্মদ আবু জাফর

রমজানের মাসটা আমার
এতো লাগে ভালো,
তারি ছোঁয়ায় দূর হয়ে যায়
মনের সকল কালো।

সবকে আপন করতে এ মন
ব্যাস্ত সদা থাকে,
শত্রু মিত্র সবাইকে মন
বন্ধু হয়ে ডাকে।

ইফতারিতে সবাই মিলে
যখন ইফতার খাই,
মনের মাঝের কালিমা গুলো
খুজে নাহি পাই।

সেহেরি খেয়ে দিনে যখন
হাট বাজারে ঘুরি,
ঝগড়া বিহীন চলছে সমাজ
নেই যে তাহার ঝুরি।

ছোট বড় দলবেধেঁ সব
ঈদ গাহে যখন যাই,
শান্তি নামের মহাসাগর
তাহার মাঝে পাই।

তাইতো বলি ওহে রমজান
আরো কিছুদিন যাও থেকে,
পথহারা এই সমাজ যেন
শিক্ষা নেয় তোমায় দেখে।

Related Articles

Back to top button