কবিতাকবিতার ঝুড়ি

মনির সরদারের মাহে রমজান

 

বছর ঘুরে এলো রহমত মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে
ধনী গরিব পড়বে নামাজ হিংসা বিভেদ ভুলে মাগো এক কাতারে।

আবারো এসেছে পবিত্র মাহে রমজান সাধনার মাস মাগো
সেহেরি খাব রোজা রাখবো সময় মতো মসজিদে গিয়ে নামাজে দাঁড়াবো।

এলো রে এলো পবিত্র মাহে রমজান এলো মুসলমানের ঘরে
হাজারো ব্যাথা বেদনার পরে
পেলাম গুনা মাপের সুযোগ।

জায়নামাজে দাঁড়িয়ে পড়বো মাগো তারাবি
সেহেরি খাব রোজা রাখবো
সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিবো ইফতারে।

একটি বছর ঘুরে এলো পবিত্র মাহে রমজান
পাপী গুনাহ ঝড়বে নামাজ যেতে দাঁড়ালে।

জায়নামাজে দারিয়ে যাবো পড়বো সবাই মিলে তারাবি
সেহেরি খাব রোজা রাখবো সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিবো ইফতারে।

বছর ঘুরে এলো পবিত্র মাহে রমজানুল মোবারক
যাকাত দিলে পাবো আমরা সওয়াব।

সেহেরি খাব রোজা রাখবো
জায়নামাজ দারিয়ে যাবো
এই সুযোগ পাবো না আমরা পবিত্র মাহে রমজান গেলে চলিয়া।

বছর ঘুরে এলো পবিত্র মাহে রমজানুল মোবারক
সেহেরি খাব রোজা রাখবো সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিবো ইফতারে।

মমিন মুসলমানের ঘরে এলো রহমত
কাজ করবো নামাজ পড়বো সারাদিনের ব্যস্ততা ভুলে সুখটা নিবো ইফতারে!!!

Related Articles

Back to top button