কবিতাকবিতার ঝুড়ি

রাখিনি সন্ধান – কাছেন রাখাইন

তুমিও তো কোনো খোঁজ নাওনি!

তুমিও কি বলেছো,

আকাশ কেমন হয়েছে?

কালীদাসের মেঘের

মেঘাচ্ছন্ন কিনা নীলাকাশ?

পাহাড় গুলো ভিজেছে কিনা?

ধরিত্রী শীতল হয়েছে কিনা?

ঝর্ণাগুলো চঞ্চল-উচ্ছ্বল হয়েছে কিনা?

কপোত কপোতীর নিবিড় আলিঙ্গনে

পরিতৃপ্ত কিনা?

জীর্ণশীর্ণ বিবর্ণ কচি দূর্বার

ঘাসগুলো সবুজ হয়েছে কিনা?

কৃষ্ণচূড়ার ডালে ডালে

আগুন লেগেছে কিনা?

রাখিনি সন্ধান,

শীত, হেমন্ত, বসন্ত কবে,

কখন এসেছে ধরায়?

তুমিও কি জানিয়েছো, আমাকে???

Related Articles

Back to top button