কবিতা
Trending

সবই বুঝি পরে – মোহাম্মদ আবু জাফর

রমজানের পবিত্রতা রক্ষা করুন

সবই বুঝি পরে

মোহাম্মদ আবু জাফর

আমরা বাঙাল এমন কেনো
সবই বুঝি পরে
ব্রিজের মেয়াদ খুঁজি ওহে
যখন ভেঙ্গে মরে।

ধসে ধসে খসে যখন
উঁচু দালান বাড়ি
বুঝি পরে সময় গেলে
নষ্ট বাহন গাড়ি।

মরার পরে কি লাভ বুঝে
আফসোসে হয় ঠাঁই
ছোট্ট ভুলে আগুন লেগে
টাকা যে হয় ছাই।

মোবাইল প্রেমে সবাই বেহুঁশ
অখুশ যাহার পুড়ে
ফায়ার সার্ভিস দেখছে দেখো
দাঁড়ায় একটু দূরে।

Related Articles

Back to top button