কবিতা
Trending

অন্ধগলির পথ আওলাদ হোসাইন সজীব

আওলাদ হোসাইন সজীব

অন্ধগলির পথ
আওলাদ হোসাইন সজীব

অন্ধকারেই আলোর ঝলক
মূল্যায়ন হয় জানি,
কালো মনের চেখের পলক
জুড়ে স্বার্থের ছানি।

মন মাঝারে ময়লা ধরে
নীতির বাক্য বলে,
সমাজটাকে আঁধার করে
মিথ্যে আলোর ছলে।

কালোর আঁচড় পুস্তক জুড়ে
উজ্জ্বল জ্ঞানের আলো,
অবহেলায় থাকলে দূরে
হয় না সমাজ ভালো।

নোংরা মনের দল ভারী আজ
পূণ্যের হাতটা খালি,
মিথ্যের জোরে পাপীদের রাজ
সত্যের চোখে বালি।

সত্য বিমুখ থাকে যেজন
আলো পায় কি ভবে?
প্রভুর ভয়ে কাঁপিলে মন
সঠিক পথে রবে।

অন্ধগলির পথিক যারা
চাও গো প্রভুর ক্ষমা,
পাপের পথটি বন্ধ ছাড়া
হয় না পুণ্য জমা।

Related Articles

Back to top button