কবিতা
Trending

লাবণ্যময় প্রকৃতি – সৌরভ আহমেদ শ্রাবন

সৌরভ আহমেদ শ্রাবন

লাবণ্যময় প্রকৃতি
সৌরভ আহমেদ শ্রাবণ

সোনালী সকাল বলে আমি-যে কতই সুন্দর,
ভোরের আলো পাখির কলতানে হয় মুখর!
শান্ত প্রকৃতি বিজন হেসে এলোমেলো উল্লাসে,
রবির কিরণ ঝিকিমিকি করে শুধু পূর্বাকাশে।

রোদেলা দুপুর হেসে বলে, বৃষ্টি ভেজা প্রকৃতি,
শুকিয়ে প্রাণ ফিরে পায়,এই রোদেলা প্রিয়ন্তি।
মাঠে মাঠে ফসল হাসে উষ্ণ তাপের মহিমায়,
প্রকৃতির চঞ্চলা হাসি আমি বিনে সুভা পায়?

পড়ন্ত বিকেল বলে,মেঘলা আকাশ ডানা মেলে,
আনমনে উড়ে গিয়ে মিশে যায় আকাশ নীলে!
পৃথিবীর রূপ নব্য সাজে,সাজতে আঁখি দৃষ্টি খুলে,
রংধনু রং মিশে খেলা করে পড়ন্ত উদাস বিকেলে।

গোধূলি সন্ধ্যা বলে,সন্ধ্যা তারা আকাশে পানে,
লাবণ্যের দুয়ার খুলে আঁধার ডাকে মনে-প্রাণে!
পাক-পাখালি ছুটে চলে আপনার ঘরে ফিরে!
প্রকৃতি’রা খুঁজে পায় শুধু, সন্ধ্যা আপন নীড়ে।

সকাল দুপুর বিকাল, কিংবা সন্ধ্যা সারা বেলা,
বিধাতার নিয়মে চলে তাই,প্রকৃতি এত উজালা!
সৃষ্টির সকল কল্যাণ স্বাদ সবি-যে মানবের তরে;
দিয়েছেন উপহার আসমান জমিন প্রকৃতি ভরে।

স্তরে-স্তরে সাজিয়েছেন মুখরিত দিবস রজনী,
মানুষ প্রিয় বলে প্রভু সাজিয়েছেন এই ধরণী।

Related Articles

Back to top button