কবিতা

মা মাটির দেশ – সৌরভ আহমেদ শ্রাবন

মা মাটির দেশ
কলমে সৌরভ আহমেদ শ্রাবন

আমরা স্বাধীন মুক্ত বাঙ্গালী বীর মায়ের সন্তান,
আমার ভাইয়ের রক্তে উড়ছে এ বিজয় নিশান।
মায়ের ভাষায় কবিতা গানে তৃপ্তি মিঠেছে মোর ,
বাংলা মায়ের মুখ দেখে আঁধার কাটে হয় ভোর।
বক্ষে এঁকেছি রক্ত দিয়ে সবুজ-লালের প্রাণ বৃত্ত,
মুক্ত মায়ের মুক্ত সন্তান,করি মন-আনন্দে নিত্য।

বাংলা মায়ের কথা শুনতে ঝরিয়েছে তাজা রক্ত,
নতুন প্রজন্মের বীর সন্তান, মায়ের অনেক ভক্ত।
মায়ের কোলে জন্ম আমার মায়ের কোলে মরবো,
এক বিন্দু রক্ত থাকতে মায়ের সম্মানই রাখবো।
মা মাটি মিষ্টি ঘ্রাণে,নেশাতুর অন্তরালে বিশালয়,
বীর বাঙালির দামাল ছেলেরা করবে বিশ্ব-জয়।

বাংলা মায়ের সন্তানেরা নতুন করে গড়তে জানে ,
প্রাণের দামে বিজয়ের নিশান, ভয় করেনা মরণে।
মায়ের বুকে ফুলের আঁচড় যদি আবার কভু লাগে ,
কসম খোদার সময় থাকতে প্রাণ নিয়ে যাও বেগে।
আমরা শান্ত প্রতিবাদী মুক্তির জন্যে করতে পারি,
বাংলা মায়ের জন্য মোরা,শ্রেয় প্রাণের মায়া ছাড়ি।

Related Articles

Back to top button