কবিতা
Trending

আওলাদ হোসাইন সজীব এর কবিতা

এই বৈশাখে
আওলাদ হোসাইন সজীব

বাজাসনে আর ঢোলক-তবলা
এই বৈশাখে তোরা,
বঙ্গবাসীর স্বাধীন স্বপ্ন
সবটাই গেছে পোড়া।

বাঁশির সুর যে করুণ কণ্ঠে
দুখের প্রকাশ করে,
নন্দিত ভাব এই বৈশাখে
নাই’রে হৃদয় ঘরে।

চলছে সিয়াম তাই বলে আজ
পান্তা ইলিশ কাটা,
দেশ ও দশের হৃদয়ের ভাঁজ
অগ্নিকাণ্ডে ফাঁটা।

রাজনীতিকের কর্মকাণ্ডে
বাজছে ক্ষোভের বাঁশি,
এই বৈশাখে ক্যামনে সবাই
হাসবে সুখের হাসি!

এই বৈশাখে দুখের সাগর
ঢেউ তুলে যায় মনে,
কেউবা দেখছি হাসতে চাইছে
কৃত্রিমতার সনে।

Related Articles

Back to top button