কবিতা
Trending

মোহাম্মদ আবু জাফর এর কবিতা

ঘুষ ছাড়া কি হয়?
মোহাম্মদ আবু জাফর ঃ

কে বলেছে বাংলাদেশে
ঘুষ ছাড়া কাজ হয়,
চাকরি পেতে দশ বারো লাখ
ঘুষ না দিলে নয়।

ছোট খাটো সকল কাজে
হেসে হেসে বলে,
পাঁচশ হাজার নেয় খুঁজে
চায়ের কথা বলে।

চা পানেই কি হাজার টাকা
বিরানি খেলে কত?
এমন ঘুষে মরছে পিষে
বাংলায় শত শত।

কেউ বুঝেনা তাদের দুঃখ
সরকারি লোকজন,
ঘুষের বলে টাকার পাহাড়
তাইতো পাষান মন।

Related Articles

Back to top button