ছড়া

ঈদের খুশি – সুজিৎ চন্দ্র রায়।

ঈদের ছড়া

রোজা শেষে এল ঈদ
খুশিতে মন নাচে।
গায়ে পড়ে নতুন জামা,
খোকা খুকি নাচে।

গায়ে আতর নতুন টুপি,
ঈদগাহ মাঠে চলে।
পড়বে ঈদের নামায সবাই,
তাইতো ছুটে চলে।

নামায আদায় করে সবাই,
কোলাকুলি করে।
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে,
সম্প্রতির বন্ধব করে।

বছর ঘোরে বারে বারে,
আসুক ফিরে ঈদ।
সম্প্রতির বন্ধন অটুট থাকুক,
খুশিতে ভরুক হৃদ।

Related Articles

Back to top button