কবিতাছড়া

মুসলমানের ঈদ – সৌরভ আহমেদ শ্রাবণ 

লেখা পাঠানোর ইমেইল muktokathan2023@gmail.com

গগন ভেদে উঠল ফুটে ঈদের বাঁকা চাঁদ,
মুসলমানের ঘরে-ঘরে আজ ভেঙ্গেছে বাঁধ।
তিরিশ দিনে রোজা-শেষ এলো খুশির দিন,
গরিব দুঃখী সবার মাঝে ফুটলো-যে একীন।
মুসলমানের ঘরে-ঘরে পোলাও কোরমা স্বাদ,
ভাইয়ে-ভাইয়ে বুক-মিলাবে রবে-না বিবাদ।
ছোট-বড় একই সাথে ময়দানে’-তে গিয়ে,
পড়বে নামাজ খোদার-রহে মায়া জড়িয়ে।
ঐ আকাশের চাঁদের মত হাসবে সবার-মন,
বুকে টেনে নেবে-সবে ভুলে দোস্ত ও দুশমন।
রাজা-বাদশা আজিকে ছাড়বে রাজপ্রাসাদ,
ফকির-মিসকিন একি সাথে ভাঙবে সব বাঁধ।
মুসলমানের  তশতরিতে জান্নাতেরই ঘ্রাণ,
আনন্দে-ঐ শিরনি বিলাও মমিন সকল প্রাণ।
চাঁদের জ্যোতি ছড়িয়েছে আজি মুসলমান,
ঘরে-ঘরে খুশির চাঁদ উঠেছে ছড়িয়ে সুঘ্রাণ।
সন্ধ্যা রাতে চাঁদ উঠেছে কাল-যে হবে ঈদ,
সেই খুশিতে মুসলমানের প্রাণের নেই-নিদ।

Related Articles

Back to top button