ছড়া

কোরবানি – মোহাম্মদ আবু জাফর

 

কোরবানিটা দিতেই হবে
হোকনা সুদের টাকা,
গরুটা বড় কিনতেই হবে
কিস্তির পথ ফাঁকা।

লক্ষ টাকার ঋণে ভরা
তবু দিবো কোরবানি,
মেয়ের শশূরবাড়ি কিযে বলে
সন্মানের ঘটবে যে হানি।

ছেলেটা আমার এইতো সেদিন
করল নতুন বিয়ে,
কোরবানি টা না দিলে আর
সন্মান বাঁচাবো কি দিয়ে।

সুদ কিস্তি যে ভাবে পার
টাকার মিল কর
মান সন্মান বাঁচাতে কোরবানি
বড় গরুটাই ধর।

কোরআন বলে কোরবানিটা
হবে এক মাওলার,
সুদ ঘুষ হারাম মালদার
এক বিন্দু পাবেনা ছার।

Related Articles

Back to top button