কবিতা

বর্ষার আগমনে – গোলাপ মাহমুদ সৌরভ 

থৈথৈ আষাঢ় যেন বারি বর্ষার সৃষ্টি
চারদিকে ঝলমলে রোদের কোলে বর্ষন বৃষ্টি
হিমেলের কোলাহল বৃক্ষলতার বুক ছিঁড়ে
পাল ছেঁড়া নৌকো নিয়ে মাঝি নদীর তীরে
সময় অসময়ে গগনে গুড় ঘুড়ি মেঘের ডাক
নদী ভরা জল আর সাদা বকের হাঁক
মাটির কলস নিয়ে নববধূ নদীর ঘাটে
কাদামাটিতে কৃষক ফসল বুনে মাঠে
বৃষ্টির জলে ভিজে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর গান
বর্ষার জলে মাছের দল ফিরে পায় পান
বর্ষার আগমনে প্রকৃতির বনফুল ফুটে
আষাঢ়ে বর্ষার গগনে সাদা মেঘ যায় ছুটে।

Related Articles

Back to top button